খিলগাঁও থানা প্রতিনিধি: আব্দুর রহমান:
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজের সভাপতি জনাব শাহরিয়ার আলম ফাহাদ এর নির্দেশে দেশের এই ক্লান্তি লগ্নে নোভেল করোনা ভাইরাস কে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক
মো: শফিকুল ইসলাম (ইরফান) বাংলাদেশ ছাত্রলীগ,
আবুজর গিফারী কলেজের পক্ষ থেকে শহরের অসহায় কর্মহীন, গৃহহীন, ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের মাঝে উপহার স্বরুপ মাস্ক বিতরন করেন। তিনি বলেন দেশের এই ক্লান্তি লগ্নে তিনি তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবেন।এসময় উপস্হিত ছিলেন আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান অপু,মো: সাজ্জাদ খানঁ, ভিকি কুমার জয়,নাজমুল হোসেন খানঁ সাকিব,আফনান আল-আমিন,সিফাত,হোসেন,সেলিম,সাদাফ,আলিফ,পিংকি,সাবিহা,আমিরাত ,আমেনা,চৈতী,রিপন,তানভীর আহমেদ শুভ,রিদয় সহ অসংখ্য নেতাকর্মী।