আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে কাতার চ্যারিটির অর্থায়নে মাদ্রাসা শিক্ষার্থীদের বই ও পোশাক বিতরন

নিজস্ব প্রতিবেদক :

ধামরাইয়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশ এর অর্থায়নে একটি মাদ্রাসার এতিম, দুঃস্থ ৮০০ জন শিক্ষার্থীকে নতুন বই ও পোশাকসহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে ধামরাই উপজেলার বরাটিয়া গ্রামে অবস্থিত মারকায আজ্জাজ আল কুবাইসি (বরাটিয়া শিশুপল্লী) মাদ্রাসার প্রায় ৮০০ শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।শিক্ষা উপকরণ ছাড়াও আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি এর অর্থায়নে গত ২৭ জানুয়ারি অত্র প্রতিষ্ঠানের আবাসন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে মূল ভবনের সাথে স্বতন্ত্র টয়লেট, সেফটি ট্যাংকি ও নিরাপত্তা প্রাচীর দিয়ে একটি ছয়তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে।মারকায আজ্জাজ আল কুবাইসি (বরাটিয়া শিশুপল্লী) মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, আমাদের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি দ্বারা পরিচালিত। এতিম দুঃস্থ পরিবারের যে সমস্ত অসহায় ছাত্র আছেন তাদের জন্যই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে সকল শিক্ষার্থীদের বই, পোশাক, থাকা-খাওয়া, আসবাবপত্রসহ সকল ধরনের সুবিধা আমরা দিচ্ছি। প্রতি বছরের মত আজ নতুন বছরের বই পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো।তিনি আরো জানান, এখানে আবাসনে থেকে ৫০০ শিক্ষার্থী থেকে পড়াশোনা করছে। এছাড়াও আরো ৩০০ শিক্ষার্থী রয়েছে। এরা সবাই কাতার চ্যারিটির অর্থায়নে সুবিধা এই সুবিধা পাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, মুফতি মঞ্জুরুল হক, মারকায আজ্জাজ আল কুবাইসি (বরাটিয়া শিশুপল্লী) মাদ্রাসার মহাপরিচালক জনাব মুফতি মঞ্জুরুল হক, পরিচালক মাহমুদুল হাসানসহ সকল শিক্ষক বৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ