আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে শিশু ধর্ষনের অভিযোগে আটক-১

মোঃ সোহেল রানা ধামরাই (ঢাকা) প্রতিনিধি

 

ধামরাইয়ে সৎ বাবার বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা মোজাহার (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার ছয়বাড়িয়া থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোজাহার নিলফামারী জেলার জলঢাকা উপজেলার চিরভিজা এলাকার মৃত মোস্তাসের ছেলে।

শিশুটির মা জানান, প্রায় তিনমাস আগে অভিযুক্ত মোজাহার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তার আগের সংসারের দশ বছরের মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মোজাহারের সঙ্গে ছয়বাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ১১/০৩/২০ বুধবার তারিখে সকালে শিশুটিকে বাড়িতে রেখে তিনি অফিসে যান। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেছে দ্বিতীয় স্বামী মোজাহার।

তিনি আরও বলেন, অফিস থেকে ফিরে মেয়েকে কাঁন্নাকাটি করতে দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানতে পারেন। একপর্যায়ে শিশুটি কাছ বিষয়টি জানতে চাওয়া হলে সে তার সৎ বাবার কথা জানায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, শুক্রবার রাতে শিশুটির মা তার দ্বিতীয় স্বামী মোজাহারের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ছয়বাড়িয়া ভাড়া বাসা থেকে অভিযুক্ত মোজাহারকে আটক করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ