নিজস্ব প্রতিবেদক
আইভি নামের একটি ছোট্ট শিশু পাওয়া গেছে সে তার নাম আইভি বলে জানা যায়।
মোহাম্মদ আব্দুস সালাম রুবেল এবং এনামুল হক শামীম নামের দু’জন গনমাধ্যম কর্মি (২১ শে মার্চ) সকালে সাভার অধর চন্দ্র বিদ্যালয়ের সামনে পেয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটি তার ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে পারে না।
তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৩ফিট ৭ ইঞ্চি। তার গায়ে হালকা সবুজ কালারের একটি জামা পড়া আছে। নিরাপদ হেফাজতের জন্য শিশুটিকে সাভার উপজেলা সরকারী হাসপাতলে রাখা হয়েছে।
কোন স্বহৃদয়বান আইভিকে চিনে বা তার ঠিকানা জেনে থাকলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা (সাভার অধর চন্দ্র বিদ্যালয়ের সামনে পাওয়া যায়।
শিশুটিকে সাভার সরকারী হাসপাতালের হেফাজতে রয়েছে।
কোন স্বহৃদয়বান আইভিকে চিনে বা তার ঠিকানা জেনে থাকলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা (ডাক্তার সায়মুল হুদা 01822967860) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।