আল মামুন, নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলো ম্যাজিস্ট্রেট ।
২০ মার্চ (শুক্রবার) দুপুরে আশুলিয়া গৌরিপুর গ্রামে তার বিয়ের আয়োজন চলছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই তরুনীর ১৯ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করেছিল তাদের পরিবার। পূর্ব পরিচিত এই দুই পরিবারের স্থায়ী বাড়ী জামালপুরে। তারা আশুলিয়ার গৌরিপুর গ্রামে ভাড়া বাড়িতে পাশাপাশি বসবাস করে আসছিল।
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিয়ে বাড়িতে কি দুই পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়েছে। তারা বিয়েটি বন্ধ করার অঙ্গীকার করেছেন। এর ব্যতয় হলে তাদের শাস্তি আওতায় আনা হবে ।