আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে  নিত্যপণ্যের দাম বৃদ্ধি ৭ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   

করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করায় ধামরাইয়ের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে সাত ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ধামরাই পৌর বাজার, আইঙ্গন ও কালামপুর বাজারের বিভিন্ন মুদি দোকান, চালের আড়ৎ, মিলে, খুচরা বাজারে ও ফার্মেসিতে এ অভিযান চালান।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অন্তরা হালদার বলেন, করোনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দোকানে মূল্য তালিকা ছাড়াই ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করার অপরাধে সাত ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, দেশে কোন পণ্যের সংকট নেই। এরপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে। আর এ বাজার নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান নিয়মিত চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ