আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভার ইউনিয়নে সভা সমাবেশ বন্ধের নির্দেশ, সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক

 

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারী আকারে রূপধারণ করেছে। এই করোনা ভাইরাস থেকে একমাত্র মহান আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোন পথ নেই। তবে বিশেষজ্ঞদের বিভিন্ন গবেষণা মতে মতে পরিস্কার পরিচ্ছন্নতা আর নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকা খুবই জরুরী।

আজ সাভার উপজেলার সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সোহেল রানা তার নিজ ফেসবুকে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে সাভার ইউনিয়ন পরিষদের অন্তভূক্ত এলাকায় অদ্য হতে ওয়াজ মাহফিল, পূজাপার্বন, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশ না করা এবং বিশেষ প্রয়োজনীয় যেমন, ফার্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ব্যথিত সকল ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধার পর বন্ধ রাখার সরকারি নির্দেশনা প্রদান করা হয়েছে৷ “ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো”

জনস্বার্থে বিশেষ ঘোষনা

———————————–

প্রিয় সাভার ইউনিয়নবাসী
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে আপনাদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাভার ইউনিয়ন পরিষদের অন্তভূক্ত এলাকায় অদ্য হতে ওয়াজ মাহফিল, পূজাপার্বন, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশ না করা এবং বিশেষ প্রয়োজনীয় যেমন, ফার্মেসী, মুদি দোকান ও কাঁচা বাজার ব্যথিত সকল ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধার পর বন্ধ রাখার সরকারি নির্দেশনা প্রদান করা হয়েছে৷

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করছি৷

বিঃ দ্রঃ আপনাদের বিশেষ জরুরী প্রয়োজনে স্ব-স্ব ওয়ার্ডের সংশ্লিষ্ট মেম্বারদের সাথে যোগাযোগ করে সার্বিক সহযোগীতা গ্রহণ করুন৷

মোঃ সোহেল রানা
চেয়ারম্যান
সাভার ইউনিয়ন পরিষদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ