আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

আনিসুর রহমান : বিশেষ প্রতিনিধি

 

ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কারে অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সন্ধ্যায় দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে নাটোর জেলার উদ্দেশ্য ছেড়ে আসে জ্যোতি পরিবহনের বাসটি। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালে প্রেরণ করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকী জানান, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের কেউই গুরুতর আহত নন। ইতোমধ্যে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ