আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

সাভার ও আশুলিয়ায়  ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

 

সাভারে অভিযান চালিয়ে ৩ পিঁয়াজ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাভারের নামাবাজার এলাকায় এই খভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ভোগ্যপণ্যের মুল্য বৃদ্ধি করে বিক্রি করছে। এসকল অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিতায় সাভারের নামা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন পিঁয়াজ ব্যবসায়ী বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ গাজার টাকা জড়িমানা করা হয়।

এসময় সাভার রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ নিজ হাতে হ্যান্ড মাইক দিয়ে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতামুলত দিক নির্দেশনা দেন। তিনি বলেন, অযথা কেউ বাজারে ঘোরাফেরা করবেন না। বেশি দামে পণ্য বিক্রি করবেন না। একটু মানবিক হোন। করোনায় আতঙ্ক না হয়ে সচেতন হোন।

এদিকে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে আশুলিয়ার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বেশি দামে চাউল বিক্রি করায় বগাবাড়ি বাজার এলাকায় এক চাউলের ব্যবসায়ীকে ১০ হাজার ও পল্লিবিদ্যুৎ এলাকায় আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনসচেতনতামুলক দিক নির্দেশনা দিচ্ছিন তিনি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ