আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

নবাবগঞ্জে পেঁয়াজের আঁড়তে ভ্রাম্যমান আদালত, টের পেয়ে দোকান গুটিয়ে উধাও ব্যবসায়ীরা

দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

করোনা ভাইরাসের প্রভাব দেখিয়ে ১দিনের ব্যবধানে দ্বিগুণ মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ঢাকার জেলার নবাবগঞ্জ ও বাগমারা বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম সালাউদ্দিন মঞ্জু।

এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম সালাউদ্দিন মঞ্জু করোনা ভাইরাসের প্রভাবের কারণে কেউ যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করে তবে সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানান।

বাজারের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজ বিক্রি করছিলেন বলে জানান ইউএনও। তিনি বলেন, নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম নিলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ