আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি ইটভাটাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়াসহ অপর একটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত।

রোববার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

এসময় রাজু ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয় ও আল আসরাফ ব্রিকসের পুরো ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

দুপুরে অভিযানে সরজমিনে গিয়ে দেখা গেছে, রাজু ব্রিকসের মালিক রাজু আহম্মেদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নকল স্বাক্ষরসহ কাগজ উপস্থাপন করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইটভাটাটির একটি অংশ ভেঙে দেয় ও ২০ লাখ টাকা জরিমানা করে। এছাড়া আল আসরাফ ব্রিকসের মালিক না থাকায় ভাটাটি পুরো গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ