নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রভাবে
সাভার উপজেলার সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার হলরুমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত করোনা প্রতিরোধে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। যার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বরত এলাকা মনিটরিং করছেন। সাভারে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে ১৯ জন কর্মকর্তা মনিটরিং করছেন। এছাড়া করোনাকে ইস্যু করে দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সাভার উপজেলায় ওয়াজ মাহফিল, বিয়েসহ গন জমায়েত হয় এমন সকল ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই সকল প্রতিষ্ঠান মনিটরিং করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠান না করে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার উপজেলা এলাকায় অবস্থিত সকল ব্যক্তিমালিকানাধীন পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র(পার্ক), কমিউনিটি সেন্টার এবং দর্শনীয় স্থান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।গত বুধবার (১৮ মার্চ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সহ সাভারের সকল বিনোদন কেন্দ্র তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।
এদিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ গতকাল(১৮ মার্চ) থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতিকে কেন্দ্র করে বন্ধ রয়েছে।