আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

দোহারের দর্শনীয় স্থানগুলিতে জনসমাগনের উপর নিষেধাজ্ঞা জারী

হারুন অর রশীদ : দোহার নবাবগঞ্জ প্রতিনিধি

 

দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছেন দোহার উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান দোহার উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকালে মৈনট ঘাট পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এসময় তিনি জানান, ঢাকা-১ আসনের সাংসদ ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নির্দেশে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দোহারের মৈনট ঘাটসহ যেকোন জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসনের এমন নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানিয়েছেন দোহার ও নবাবগঞ্জের স্থানীয় বাসিন্দারা।
এছাড়াও প্রবাসী রেমিট্যান্সখ্যাত দোহার ও নবাবগঞ্জ এলাকার বিদেশ ফেরত প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কেউ কোয়ারেন্টানে থাকতে না চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য নির্দেম দেওয়া হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বাহিরে বেড়ানো বা কোচিং করার সময় নয়। সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ