আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

জার্মান প্রবাসীর বিয়ে স্থগিত করে আশুলিয়া থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

 

আশুলিয়ায় জার্মান প্রবাসীর বিয়ে স্থগিত তাকে সম্পূর্ণ হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, আশুলিয়ার গাজিরচটের মৌসুমী মার্কেট এলাকায় সোহাগ নামের এক জার্মান প্রবাসীর বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। পরে আশুলিয়া থানার হস্তক্ষেপে উক্ত বিয়ে বন্ধ করা হয়। সেই সাথে ওই জার্মানি প্রবাসীকে একক ভাবে একক ঘরে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তবে বিস্তারিত তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এধরনের কোন ঘটনা কিংবা আশেপাশে কোন প্রবাসী থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিহিত করার অনুরোধ জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ