আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে পচা মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভারে পঁচা ও বাসী মাংস বিক্রির অভিযোগে মজনু মোল্লা (৩৬) নামের এক ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সাভারের গেন্ডা এলাকায় লোকমানের দোকানে এই মাংস বিক্রি করছিলেন তিনি। পরে সাভার রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ ওই ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্ত মজনু মোল্লা কুষ্টিয়া জোর দৌলতপুর থানার আল্লার দরগা এলাকার কামাল মোল্লার ছেলে। তিনি সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় ভাড়া থেকে মাংস বিক্রির ব্যবসা করতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ওই এলাকার দোকানটিতে ভোক্তারা মাংস ক্রয় করতে গেলে দেখেন দোকানী পঁচা ও বাসী ভক্ষণ অনুপযোগী মাংসসহ বরফ দেওয়া কলিজা বিক্রি করছে। পরে তারা পুলিশের সহযোগীতায় মজনু মোল্লাকে পঁচা মাংসসহ আটক করে নিয়ে আসলে তাকে ১ মাসের সাজা দেওয়া হয়। ওই ব্যবসায়ী মাংস বিক্রয় নিয়ন্ত্রন আইন ২০১১-এর ১৭ ধারা ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ