আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

শ্রমিক নেতাকে হত্যার হুমকি থানায়  অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার আশুলিয়ায় স্বেচ্ছাসেবকলীগ
নেতা গার্মেন্টস শ্রমিক নেতাকে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করে শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন ।

মঙ্গলবার(১৭ মার্চ) সকাল ১১ টায় গাজীরচট এলাকায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের শাখা অফিসে গনমাধ্যম কর্মিদের কাছে এই অভিযোগ করে মোঃ সরোয়ার হোসেন।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের কেন্দ্রিয় সাধারন সম্পাদক ,জনপ্রিয় শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গত ১০ শে ফেব্রুয়ারি আশুলিয়ার কুমকুমারী, গৌরিপুর এলাকায় অবস্থিত চান্তিক গার্মেন্টস লিঃ এর অপারেটর মোসাঃ আরজুমা শ্রমিককে কারখানা কতৃপক্ষ মারধর করাসহ বিনা

বেতনে কারখানা থেকে বের করে দেয় এমন অভিযোগ নিয়ে আমাদের ফেডারেশনে আসে । মহিলা শ্রমিককে দিয়ে পুলিশ সুপার, শিল্প পুলিশ -১এর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের দেয়। এ ঘটনার জের ধরে গত ১৬,০৩,২০ ইং সোমবার সন্ধ্যা ৬.০০ ঘটিকার দিকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের

সাংগঠনিক সম্পাদক শফিক মৃধা মুঠোফোনে আমার অফিস ভেঙ্গে গুড়িয়ে দেওয়াসহ আমাকে হত্যার হুমকি দেয় । শফিক মৃধা কুমকুমারি এলাকার ত্রাস হিসাবে পরিচিত । একাধিক মামলার আসামী । এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেন, তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাদাঁবাজির অভিযোগ রয়েছে ।

হত্যার হুমকির বিষয়ে জানতে শফিক মৃধার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর উপ- পরিদর্শক ( এস আই) মোঃ রবিউল ইসলাম জানান, চান্তিক গার্মেন্টস লিঃ এর নারী শ্রমিক আরজুমা একটি অভিযোগের ভিত্তিতে কারখানা কতৃপক্ষের সাথে আমাদের আলোচনা চলছে।
তারা বেতন পরিশোধ করবে বলেও জানায়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালাম জানান, শ্রমিক নেতা সরোয়ার হোসেনকে হত্যার হুমকি বিষয়ে একটি জিডি হয়েছে। জিডি নাম্বার ১৫৬৭, তারিখ ১৬ মার্চ। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ