আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই পৌর নির্বাচনে আবারও নৌকা প্রতীক পেলেন গোলাম কবির

নিজস্ব প্রতিবেদক :

ধামরাই পৌর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। তিনি দ্বিতীয়বারের মত আওয়ামী লীগের পক্ষে মনোনীত হলেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। তিনি বিকেল ৫ টার দিকে এই বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে পৌর মেয়র পদে মনোনয় পত্র জমা দিয়েছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কবীর, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবি আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী, আওয়ামী লীগ নেতা সাবেক উপসচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ। এদের মধ্যে নৌকা প্রতীক আবারও বাগিয়ে নিলেন গোলাম কবির মোল্লা।

গোলাম কবির বলেন, আমাকে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি দেশনেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা তা বজায় রেখে বাস্তবায়ন করা। ভিশন ২০২১, ২০৪১ বাস্তবায়ন করা। মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সে গুলো বাস্তবায়ন করা।

এদিকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, ঢাকা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ তালুকদার, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নাজমুল হাসান অভি, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান।

নিঅবাচন কমিশনের আদেশক্রমে গত ২২ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল চেয়ে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন পরিচালনা-২, অধিশাখার উপসচিব মো:আতিয়ার রহমান।

আগামী ২৮ ডিসেম্বর দেশের গুরুত্বপূর্ণ ২৫টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে বর্তমানে সরগরম ধামরাই পৌর এলাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ