আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় চায়না জুয়ার সরঞ্জামাদিসহ ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার বলিভদ্রবাজারের বড়টেক এলাকার নুরু মার্কেটের একটি আঁধাপাকা ঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সানোয়ার (৩৫), তাহেরুল ইসলাম লিটন (৩৯), মামুনুর রশিদ (৩৪), মো: ফরহাদ হোসেন (২৮), কামাল আলী (৩৬), শফিকুল ইসলাম (২৯), মিলন (৩১), সিদ্দিক (৪০), রতন মহন্ত (৩২) ও অমিত শিকদার (২৭)। তারা সবাই বলিভদ্রবাজারের বড় টেক এলাকার ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্রবাজার এলাকা থেকে ১০ জুয়ারীকে আটক করা হয়। এসময় চায়না জুয়ার একটি বোর্ড উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন বিস্তারিত পরে জানানো হবে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ