আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ ইং

গাজীপুরে  যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

 

গাজীপুরে দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পর মেরেছেন গাজীপুর সংরক্ষিত (৩১, ৩২, ৩৩) নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও গাজীপুর মহানগীর যুব মহিলা লীগের সভাপতি রুহুন নেছা।এই ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায়।জিএমপি ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।
বাসন থানার ওসি চৌধুরী একেএম কাউসার আহম্মেদ সত্যতা নিশ্চিত করে বলেন, পোশাক পরিধান অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা।তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ