আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়ায় এক নারীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

 

আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় সাজেদা বেগম(৩৫) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা। শুক্রবার(৬ মার্চ) বিকেলে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ । ঘটনার পর থেকে তার কথিত স্বামী সুজন (২৫) পলাতক।

শুক্রবার দুপুরে আশুলিয়া আলাউদ্দিনের মালিকনাধীন বাড়ির ২ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার আশুলিয়া থানা পুলিশ। লাম ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাজেদা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানা অপারেটর পদে চাকরি করত।

আশুলিয়া থানার উপপরিদর্শক আসাওদুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহত সাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলায় গলায় ওরনা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আশুলিয়া থানা সুজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ