আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সাভারে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ (২২) নামের এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এঘটনা ঘটে।

নিহত আকাশ মাহমুদ ঢাকার ধামরাইয়ের আব্দুল মজিদের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে চাকরি করতেন।

পুলিশ জানায়, গভীর রাতে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আকাশ। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইলে পৌছালে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সাভার হাইওয়ে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ