নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আশুলিয়ার গোরাট সরকার মার্কেট ও নাইটিঙ্গেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ১ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক দেড় কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মমতাজুল ইসলাম, প্রকৌশলী সুমন দাস, প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রকৌশলী আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।
অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া আমাদের নিয়মিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সাভারের আশুলিয়ার গোরাট সরকার মার্কেট ও নাইটিঙ্গেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের হাই-প্রেসার বৈধ বিতরণ লাইন থেকে সম্পূর্ণ অবৈধভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি লাইনের মাধ্যমে অনেক দীর্ঘ সংযোগ নিয়েছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং জানমালের ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছ্র। আমরা আজ এই সম্পূর্ণ অবৈধ লাইন উচ্ছেদের চেষ্টা করেছি। তাতে আনুমানিক দেড় কিলোমিটার লাইন বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ১ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক একরামুল হক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।