আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারের  চাপাঁইন এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

 

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক :

সাভার মডেল থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০শে অক্টোবর সকালে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাপাঁইন নিউ মডেল হাই স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।তিনি বলেন প্রতিটি এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সাথে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজ পরিবারের সদস্য বিশেষ করে ছোটদের প্রতি বেশি যত্নবান হতে হবে। এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে এমন কোন তথ্য জানা থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বর আব্দুল করিমেট সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চাপাঁইন এলাকার ইব্রাহীমিয়া বায়তুল নুর জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ আব্দুল বাতেন,বাংলাদেশ ব্যাংক এর সাবেক কর্মকর্তা ওয়াহেদ আনসারি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দীন-ইসলাম, অনুষ্ঠানের সঞ্চালক সাভার উপজেলা ছাত্রলীগ নেতা ও রক্তিম সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহারিয়ার ইসলাম শরিফ।এসময় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, ছাত্রসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ