আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভারে নবজাতক শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

সাভারের সদ্য ভূমিষ্ট জীবিত নবজাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে সম্রাট নামের এক যুবক।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাভারের মুক্তির মোড় এলাকার একটি ঝোপ থেকে মেয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়।


আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান এই প্রতিবেদকে সংবাদ দেয় একটি শিশু পাওয়া গিয়েছে। সাথে সাথেই সাভার সরকারী হাসপাতালে ছুটে গিয়ে শিশুটি ছবি তুলে গণমাধ্যমে প্রকাশ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে পরিস্কার পরিচ্ছন্ন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শিশুটি ভূমিষ্ট হওয়ার সময় হতে পারে ১৪ থেকে ১৫ ঘন্টা আগে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাভার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধানসহ সবাই পরবর্তীতে সিদ্ধান্ত নিবে শিশুর বিষয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ