আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

করোনা সংক্রমণ সমন্ধে জনসচেতনতায় আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আলেম – ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন (ঢাকা বিভাগীয় কার্যালয়) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আলেম – ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ- প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন সানোড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ বিভিন্ন জনপ্রতিনিধিগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও আলেম- ওলামাগন।
বক্তারা বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এড়াতে জনসচেতনতায় আলেম-ওলামাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন করোনার সংক্রমণ এড়াতে জনসচেতনতা আলেম- ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেছে বিধায় আমাদের দেশে করোনায় প্রাণহানি অন্য দেশের তুলনায় অনেক কম রয়েছে । এরা সরকারের স্বাস্থ্য বিধি ও নির্দেশনা মেনে বড় দুটি ধর্মীয় ঈদ উৎসব সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করেছে বিধায় করোনার সংক্রমণ এড়াতে পেরেছে । তাছাড়াও প্রতিদিন মসজিদে স্বাস্থ্য বিধি, সাবান দিয়ে হাত ধোঁয়া সহ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে আমাদের দেশের সকল আলেম- ওলামাগন। এদের ভূমিকা সর্বমহলে প্রসংশিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ