নিজস্ব প্রতিবেদক
সাভারে পাপিয়া ও আ,লীগ নেতা কে নিয়ে আলোচনা, ধিক্কার ও নিন্দার ঝড় । সাভারে আওয়ামীলীগ নেতা ও পাপিয়াদের রঙ্গলীলায় তেমনি একটি চক্রের সন্ধানে সোমবার (২ মার্চ) সরজমিনে গিয়ে সেই দৃশ্য দেখা যায়।
পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড সভাপতি হাফিজ উদ্দিন ও তার সহযোগীসহ কয়েকজন নেত্রীকে নিয়ে ধামরাই আলাউদ্দিন পার্কে প্রবেশ করে দুপুরে, আর বের রাত ৮ টার দিকে।
সাভার পৌর আওয়ামীলীগের নেত্রী এবং ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ আলাউদ্দিন পার্কে রঙ্গলীলার কিছু তথ্য প্রমান রয়েছে সংরক্ষিত।
মহিলা নেত্রীদের অভিভাবক ও একজন স্বামী অভিযোগ করে বলেন ওই হাফিজ উদ্দিনের জন্যই তার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটায় ও অবৈধ সম্পক রয়েছে।
অনুসন্ধানে জানা যায় হাফিজ উদ্দিন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হলেও তার প্রভাব রয়েছে সাভারে। তার ভয়ে কেউ মুখ খুলে না। ৭ নং ওয়ার্ডে হাফিজ উদ্দিনের একটি বাহিনী রয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে । হাফিজ উদ্দিনের কাছে গত সোমবারে
পার্কে রঙ্গলীলা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা কয়েকজন বন্ধু মিয়ে গিয়েছিলাম। প্রতিবেদক হাফিজ উদ্দিন এর কাছে জানতে চায় দুপুরে পার্কে প্রবেশ করেছেন আর নেত্রীদের নিয়ে রাত ৮ দিকে পার্ক থেকে বের হয়েছেন ? উত্তরে হাফিজ উদ্দিন বলেন দেখেন আমি সার্ট পড়ে গিয়েছি। তিনি আরও বলেন আমার সাথে দেখা করেন। সংবাদ প্রচার হলে তো মান ইজ্জত চলে যাবে।
এই হাফিজ উদ্দিন এর খুটির জোর কোথায় ? এবং কে থামাবে তাকে?
নাম না বলার শর্তে একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেন সাভারের সিনিয়ার নেতাদের নাম ভাঙ্গীয়ে অপকর্ম করে আসছে দীর্ঘ দিন ধরে হাফিজ উদ্দিন তাদের বিষয় গুলি দেখা প্রয়োজন।
আগামী পর্বে সাভারের পাপিয়া চক্রের ছবি নামসহ প্রকাশ করা হবে জাতির সামনে।