নিজস্ব প্রতিবেদক :
সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে প্রবাসী আমানুল্লাহকে গুলি করে ৫ লক্ষাধিক বেশি টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রীজ) কাছে এ ঘটনা ঘটে। এসময় ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।
ভুক্তভোগীর স্ত্রী সুমা আক্তার বলেন, আমিনবাজার শাখার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা বাড়ি নির্মানের জন্য আমরা উত্তোলন করি। পরে ট্যাক্সিযোগে বাড়ি ফেরার সময় ভাকুর্তা ব্রিজ (লোহার ব্রিজ) পরে ৫ টি মোটরসাইকেলে ১০ জন গতিরোধ করে। পরে ৫ টি গুলি ছুড়ে টাকা গুলো ছিনতাই করে নিয়ে যায়। ৫ টি গুলির একটি আমার স্বামীর বা পায়ে লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার স্বামীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ছিনতাইকারীরা ব্যাংকের মধ্যে বসে ছিল এবং আমাদের নজরদারিতে রেখে পিছু নিয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।