মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন সংলগ্ন পাশের একটি কৃষ্ণ মন্দিরে রাতের আঁধারে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ৩ মার্চ গভীর রাতে উপজেলার সুয়াপুর নান্নার রাস্তা সংলগ্ন সুয়াপুর বাজার হতে কয়েক শত গজ সামনে গোপাল সাধুর কৃষ্ণ মন্দিরে মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে মন্দিরের পুরোহিত নারায়ণ চক্র বর্ত্তী বাদি হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকা বাসি বলেন এর আগে মন্দির উদ্ভোদনের পরে মন্দিরের উপরে পিতলের একটি পতাকা চুরি হয়েছে। আজ গভীর রাতে মন্দিরের মেইন গেটের ও ভিতরের দরজার তালা ভেঙে ঠাকুরের গায়ে দেওয়া প্রায় ১০০ ভরির উপরে রুপা ও একটি রুপার কৃষ্ণনের বাসি সেই সাথে মন্দিরে থাকা আসবাবপত্র নিয়ে যায় বলে জানায়।
ধামরাই থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন সুয়াপুরে কৃষ্ণ মন্দিরে রাতের আঁধারে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি এবং মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।