আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে রাতের আধারে জোরপূর্বক ঘরে ঢুকে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা। এর আগে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে সাভার নামাবাজারের কাঠপট্টি এলাকার কাজী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন। মামলার এজাহারের তথ্যমতে, ভুক্তভোগী ওই পোশাকা শ্রমিক সাভারের ওই এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার এখটি পোশাক কারখানায় চাকরি করতো ভুক্তভোগী ওই শ্রমিক। গত ২৪ অক্টোবর রাতে কারখানা থেকে বাসায় ফিরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী। পরে রাত ৩ টার দিকে অজ্ঞাত হাতে আংটি ও মুখে দাড়ি, সাদা গেঞ্জি ও লুঙ্গী পরিহিত এক ব্যক্তি দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর মুখ চেপে ধরে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে আজ সকালে মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগী ওই পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকার মেডিকেল কলেজের (ঢামেক) ওসিসিতে পাঠানো হয়েছে।সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল-আমীন বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে অজ্ঞাত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ