নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে সিনেমা স্ট্যাইলে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার বালিয়া ইউনিয়নের বনেরচর গ্রামে এ দূর্ধষ চুরি সংগঠিত হয়।
জানা গেছে,উপজেলার বনেরচর গ্রামের মৃত, সামছুল হকের বিধবা স্ত্রী সালেহা বেগম (৫৬) নিজ সয়ণ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় সংবদ্ধ চোর চক্র সিদ খুরে ঘরের ভেতর প্রবেশ করে, সালেহা বেগমের কানে পরিহিত আটআনা ওজনের স্বর্ণের দূল ও নগত অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার করলে সংঘবদ্ধ চোর চক্র পালিয়ে যেতে সক্ষম হয়।
একটি সূত্র জানায়, ধামরাই প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক করতোয়া ও আমার বাংলা নিউজ নিউজের সংবাদকর্মী এম শাহীন আলমের “মা” সালেহা বেগম।
এ ব্যাপারে সাংবাদিক এম শাহীন আলম বলেন, কর্মের কারণে আমাকে বাহিরে থাকতে হয়। আমার মা গ্রামের বাড়ি ছেড়ে বাহিরে থাকতে চায় না বলেই বাড়িতে থাকেন। তবে দুঃখের বিষয় হচ্ছে গত দূর্ঘা পূজার সময় আমার ধামরাইয়ের বাসার গ্রিল কেঁটে আমার ডিস্কোভারি ১২৫ মোটরসাইকেল চুরি হয়। ঠিক পরের বছরের মাথায় আবার আমার গ্রামের বাড়িতে চুরি হল।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেন কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) রাসেল মোল্লা বলেন, প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।