নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাহবুব (৩৬) কে নাশকতা করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মাহবুব রাজবাড়ী জেলার বালিয়া কান্দি থানার নলিয়া জামালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুতের ডেন্ডাবর এলাকায় স্থায়ী ভাবে বসবাস করে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু জানান, আটক ওই ব্যক্তি আশুলিয়ার চিহ্নিত সন্ত্রাসী। সে যে কোন সময় নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করতে সক্ষম। তার ভয়ে সব সময় এলাকার মানুষ ভীত থাকে। এলাকায় স্বস্তি ফিরিয়ে আনতে তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত আটক মাহবুবের বিরুদ্ধে গত বছরের ৯ ডিসেম্বর আধিপত্য বিস্তারের জেরে একই গ্রুপের রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগ ওঠে। এ ব্যাপারে মাহবুবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। এছাড়া একাধিক মামলার আসামি তিনি।