আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

কুড়িগ্রামে মামলার সিদ্ধান্তের আগেই দ্বিতীয় বিয়ে

 

মাহে আলম,কুড়িগ্রাম,প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলায় চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া গ্রামের মোঃময়নুল হকের মেয়ের সঙ্গে একই ইউনিয়নের করাতি পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলের সঙ্গে বিয়ে হয় গত পাচ বছর আগে।
ঠিক এভাবেই গত পাঁচ বছর আগে বিয়ের পিড়িতে বসেছিল মোছাঃফাতেমা(২২) পরে সংসারের মুখ উজ্জ্বল করে আসে ছেলে ফুয়াদ বতর্মানে (৪) বছর।
সাংসারিক জীবনের কলাহর রেশে মামলা মোকদ্দমা চলছে কুড়িগ্রাম কোর্টে।অধ্যবধি মামলা চলমান।কিন্তু মামলার কোন সিদ্ধান্ত ছাড়াই আবারও দ্বিতীয় বিবাহর জন্য পিড়িতে বসে এক সন্তানের জনক সায়েম ।
বিবাহ করে কর্তিমারী ঢোনার চর গ্রামে। মোঃআহাম্মদ মাষ্টারের মেয়ে।
ফাতেমার পরিবারের মাধ্যমে জানাতে পারা যায় ফুয়াদের বাবা সায়েম বলে,আইন আমার কিছুই করতে পারবে না,আমি বাংলার আইন জানি। ফাতেমা এখন নিরুপায়,অসহায় কোথায় দাঁড়াবে ছোট্ট ফুয়াদকে নিয়ে।তাই ফাতেমা তার ও ছেলের বৈধ অধিকার চান। সে প্রশাসনের সহযোগীতা চায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ