আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

ফটিকছড়িতে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

 

ফটিকছড়ি প্রতিনিধি :

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফটিকছড়ির দুই ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুয়াবিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন( নৌকা) এবং নানুপুর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউল আজম( নৌকা)
বেসরকারী ফলাফলে বিজয় লাভ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী।
২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন নৌকা প্রতীক পেয়েছেন ৩,৯৫৮। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস প্রতীক পেয়েছেন ৩,২৪৬। ৭১২ ভোট বেশি পেয়ে জয়নাল আবেদিন বিজয় লাভ করেন।
উল্লেখ্য সুয়াবিলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস ও স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নানুপুর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউল আজম নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন ধানের শীষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আমান উল্লাহ ঘোড়া,মুহাম্মদ নুরুল হুদা আনারস,মোহাম্মদ নাছির উদ্দিন টেবিল ফ্যান, মুহাম্মদ ছাবের উদ্দিন মোটরসাইকেল ও সৈয়দ মঈনুদ্দিন রজনীগন্ধা প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ