আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ মামলার আসামী রাজন ভুঁইয়া গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাজন ভুইয়াকে (৩৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান।

এর আগে, রোববার (১৮ অক্টোবর) রাতে আশুলিয়ার বেরনের সোনা মিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটের বারেক ভূঁইয়ার ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। এসব সংযোগে ব্যবহার করা হতো নিম্ন মানের পাইপ ও ফিটিংস। ফলে ঝুঁকি থেকে যায় বড় ধরনের দুর্ঘটনার। এসব অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাজন। তাকে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ