আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল ( বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই পৌরসভাস্হিত পাঠানটোলা যুব সংঘ এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা, পৌর আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ অজিত কুমার বসাক, পৌর কাউন্সিলর (৫নং ওয়ার্ড) ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর (৬নং ওয়ার্ড) ও উপজেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সাহেব আলী, পৌর কাউন্সিলর (৪নং ওয়ার্ড) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ , মোঃ হারুন অর রশিদ রোকন, পৌর যুবলীগ নেতা আলী খান, গার্ণেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্টের এ’ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ’ফুটবল টুর্নামেন্টে ৫ টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টে ২৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে ।
ফাইনালে পৌঁছে দুটি দল লায়ন একাদশ ও টাইগার একাদশ।
ফাইনাল খেলায় টাইগার একাদশকে ০ -১ গোলে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হন লায়ন একাদশ ।
উক্ত টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় বন্ধু মহল সংগঠন এর সদস্যবৃন্দ।
এ’অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শহীদুল ইসলাম।
ফাইনাল খেলা শেষে বিজয়ী লায়ন একাদশ ও রানার্সআপ দল টাইগার একাদশ এর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এ’ফুটবল টুর্নামেন্ট এর প্রধান অতিথি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ