আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

সাভারে “শফিক ফুটবল একাডেমির জার্সি উন্মোচন” অনুষ্ঠানে ব্যারিষ্টার সুমন

 

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক :

চলো সবাই খেলার মাঠে যাই,সুষ্ঠু সুন্দর জীবন গড়ে, মাদককে দূরে তাড়াই”এ স্লোগানকে সামনে রেখে সাভারে শফিক ফুটবল একাডেমির জার্সি উন্মোচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

১৪ই অক্টোবর বুধবার বিকালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জার্সি উন্মোচন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, প্রতিষ্ঠাতা, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, (ব্যারিস্টার এ্যাটি’ল’, অ্যাডভোকেট সুপ্রীম কোর্ট বাংলাদেশ)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি।

এসময় বক্তারা বলেন, শফিক ফুটবল একাডেমির সাভারে ফুটবল খেলোয়ার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাই আমাদের যার যার জায়গা থেকে খেলাধুলার প্রতি গুরুত্ব দেয়া উচিৎ যাতে নতুন প্রজন্ম কোনো ধরনের অপকর্মে জড়িয়ে না পড়ে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার এম.কে.এস মুরাদ'(ব্যারিস্টার এ্যাটি’ল’, অ্যাডভোকেট সুপ্রীম কোর্ট বাংলাদেশ)।সভাপতিত্ব করেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া।সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,শফিক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার শফিকসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ