আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে নওশাদ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোশাররফ হোসেন। এর আগে দুপুরে সাভারের আলমনগর এলাকার একটি পুকুরে বল তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত নওশাদ আলমনগর এলাকার গোলাম জিলানির ছেলে। সে ওই এলাকায় তার বাবা-মায়ের সাথে থাকতো।

ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার পুকুরটির পামে বল খেলছিলো নওশাদ। পরে তার খেলার বলটি পুকুরের পানিতে পড়ে গেলে সে বলটি তুলতে যায়। এসময় নওশাদ পানিতে পড়ে গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগীতায় নওশাদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নওশাদকে জীবিত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ