আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

খালেদার জামিন আদালতের ইখতিয়ার- সাভারে স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ হুমায়ুন কবির

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার। আর খালেদা জিয়াকে জামিন দেওয়া না দেওয়াও আদালতের নিজস্ব ইখতিয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের উপর সরকারের কোন হাত নেই।
খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন।

যুবলীগ নেত্রী শামিমা নুর পাপিয়ার ব্যাপারে তিনি বলেন, পাপিয়ার সাথে যারা ছিলো তাদের বিষয়ে তদন্ত চলছে। যারা পাপিয়ার সাথে অপরাধ করেছে, কিংবা পাপিয়ার অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এখনো দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এধরনের অপরাধীদের কোন রকম ছাড় দেওয়া হবে না বলেও বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি), মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ