আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

প্রতিবন্ধী রিক্সা চালকের বুদ্ধিমত্তায় ৩ শিশু ফিরে পেল পরিবার

 

মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি:

অভাবের তাড়নায় আর একটু ভাল থাকার কারণে ঠাকুরগাঁয়ের রানীশংকৈল থেকে ইউসুফ মিয়া ও তার স্ত্রী শিউলি আক্তার পারিজমান গাজীপুরের কাশিমপুরে। স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন তারা সেই কাকডাকা ভোরে চলে যেতে হয় তাদের কর্মস্থলে প্রতিটি বাবা মার মতই তারাও চিন্তায় থাকে তাদের শিশুকে নিয়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন কিন্তু অবুঝ শিশু গুলো কি তা আর চিন্তা করে? না চিন্তা করে না। বাসায় থেকে থেকে একাকীত্ব আর বাবা মায়ের ভালবাসা থেকে যেন দূরত্ব দিন দিন বেড়েই যাচ্ছে ছোট একটা রুম বিনোদনহীন একঘেয়ে জীবন তাদের কাছে যেন দুঃসহ ও অসহনীয় উঠে তাই তারা সিদ্ধান্ত নেয় এই শহর নামের কারাগার থেকে গ্রামের মুক্ত পরিবেশে মুক্ত মাঠে নিঃশ্বাস ফেলা তাই তারা ইসরাত জাহান সিফা (৫) আব্দুস সালাম সারে তিন বছর ও আরাফাত (৪) তাদের বাবা মায়ের কষ্টার্জিত ২০০০০ ( বিশ হাজার) টাকা রুম থেকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটি রিক্সায় ওঠে এবং বলে চলেন সামনের দিকে কিছুটা সময় রিক্সাওয়ালা বলে কোথায় যাব তখন এই শিশুরা কিছু বলতে পারে না তখনি এই মানবিক প্রতিবন্ধী রিক্সাওয়ালা মোঃ রাজা মিয়া বুঝতে পারে এরা কোথাও কোন ভুল করতেছে এই মানবিক রিক্সাওয়ালা চিন্তা করে সরাসরি নিয়ে আসে কাশিমপুর থানায়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খাোদার নির্দেশনায় চৌকস মানবিক উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় শিশুগুলোর সাথে কথা বলে তাদের মা-বাবার ঠিকানা সংগ্রহ করে এবং থানায় নিয়ে আসে অবশেষে কাশিমপুর থানা পুলিশ এবং মানবিক রিক্সাওয়ালা মোঃ রাজা মিয়ার সহযোগীতায় শিশুরা ফিরে পেল তাদের পরিবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ