আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে তথ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

 

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে ধারন করে সাভারে দুই দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

মেলায় ভূমি অফিসসহ বিভিন্ন অফিসের স্টল বসেছে। যেখান থেকে বিভিন্ন তথ্য প্রদান, লিফলেট বিতরণ এবং ই-মেউটেশন সম্পর্কে জনগণের নিটক ইতিবাচক মোটিভেশনের মাধ্যমে ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া তথ্য বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, আমিনবাজারের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়েমুল হুদাসহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ