মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডে সারদাগঞ্জ মাতাব্বর পাড়া এলাকায় আরিফ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া নাজমুল হোসেন (২২)গত ৩/১০/২০২০ ইং সকাল ১০ টার দিকে শিশু সোমাইয়া (৩) কে একা পেয়ে নাজমুলের রুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে এ সময় শিশুর মা না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে শিশুটির শব্দ পায় লম্পট নাজমুলের রুমে। পরে এলাকাবাসীর সহযোগিতায় শিশু সুমাইয়াকে উদ্ধার করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও গত ৪/১০/২০২০ ইং তারিখে কাশিমপুর থানা পুলিশ কে জানালে সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) এর থোয়াই অংপ্রু মারমা ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে লম্পট নাজমুল কে গ্রেপ্তার করে। কাশিমপুর থানায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) ১০ ধারায় মামলা দায়ের করে আসামি কে বিজ্ঞ আদালতে আজ সকালে প্রেরণ করা হয়।