নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রতন ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়ার দারোগাবাড়ি মাহমুদ ফ্যাশনের পুর্বপাশে মাসুদ সরকারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রতন ইসলাম রাজশাহী জেলার পবা থানার বিধিরপাড়া পুকুড় পাড় এলাকার সোহরাব আলীর ছেলে। সে ওই এলাকার মাসুদ সরকারের বাড়িতে ভাড়া থাকতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মাসুদ সরকারের বাড়ির ভাড়া দেওয়া একটি কক্ষে অভিযান পরিচালনা করে রতনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে ওই এলাকাসহ আশেপাশে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলো বলে খবর পাওয়া গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক কায়সার হামিদ জানান, আটকের বিরুদ্ধে আগে কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।