আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে শরীরে আগুন লাগিয়ে বৃদ্ধা নারীর আত্নহত্যা

হুমায়ন কবির

 

ঢাকার সাভারে মনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর আগুনে মৃত্যু হয়েছে। তিনি নিজের শরীরে নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোরপুল এলাকার রমিজ ভান্ডারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম ওই এলাকার মৃত মো: বিল্লাল ফকিরের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক সুজন সিকদার বলেন ওই বৃদ্ধা তার নিজ ভাড়া বাসার গোসলখানায় গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও বলেন ওই বৃদ্ধা নারীর মাথা থেকে পেট পর্যন্ত আগুনে পড়ে ঝলছে যায়।
মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ