আশুলিয়া প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চারজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নাসিম (২৫), হাকিম (২০), ইলিয়াস (২০), সাইদুর রহমান (২৩)।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিম পাড়া এলাকায় অতর্কিতভাবে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দাঁ, লাঠি ও চাপাতি নিয়ে হামলা করে নাসিম, হাকিম, ইলিয়াস ও সাইদুর রহমানের উপর। এসয়ম তাদেরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে নাসিমের অবস্থা গুরুতর।
এ বিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টি শুনেছি, ঘটনা স্থলে কেউ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।