আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

 

আশুলিয়া প্রতিনিধি :  

সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চারজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাসিম (২৫), হাকিম (২০), ইলিয়াস (২০), সাইদুর রহমান (২৩)।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিম পাড়া এলাকায় অতর্কিতভাবে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দাঁ, লাঠি ও চাপাতি নিয়ে হামলা করে নাসিম, হাকিম, ইলিয়াস ও সাইদুর রহমানের উপর। এসয়ম তাদেরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে৷ এদের মধ্যে নাসিমের অবস্থা গুরুতর।

এ বিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) জসিম উদ্দিন বলেন, আমরা বিষয়টি শুনেছি, ঘটনা স্থলে কেউ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ