আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর  এক ব্যবসায়ীর বাড়ীতে  চুরি

হাফিজুল হক চৌধুরী কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের এক ফল ব্যবসায়ীর বাড়ীতে গতকাল ১৮/৯/২০২০ ইং রোজ শুক্রবার  রাত ৮.৩০ ঘটিকার সময় রহস্যজনক চুরি সংগঠিত হয়।প্রতিদিনের ন্যায় বৃদ্ধ মা-বাবাকে বাড়ীতে রেখে ফল ব্যবসায়ী আফজল মিয়া ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান।যাওয়ার আগে সাথে থাকা ৩৫০০০০/- টাকা ঘরের ষ্টীল আলমারিতে রেখে যান।সন্ধ্যার পর থেকে মা পাশের ঘরে চলে যান ঘরে বৃদ্ধ রুস্তম আলীকে রেখে।তিনি তার রুমে বসে টিভি দেখছিলেন, পাশের বাড়ী থেকে আফজল মিয়া মা ঘরে এসে দেখতে পান আফজল মিয়ার রুমের দরজার খোলা এবং ষ্টীল আলমারি খোলা সাথে সাথে তিনি তার পুত্রবুধদের ডাকেন তার হাল্লা চিৎকারে আসে পাশের লোকজন ঘটনাস্থলে আসেন।খরব পেয়ে বাজার থেকে আফজল মিয়া ও আলমাছ মিয়া বাড়ীতে এসে দেখেন ষ্টীল আলমারিতে রাখা সাড়ে তিন লক্ষ টাকা পাওয়া যায় না।এতে পরিবারের সবাই ভেঙ্গে পড়েন খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক জনাব,আনজির আহমেদ ঘটনাস্থলে এসে আলামত দেখে যান।তিনি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য থানার একটি অভিযোগ দাখিল করার পরামর্শ দেন।শমশেরনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন এটা একটা রহস্যজনক চুরি।ঘটনার খবর পেয়ে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ,ইউ,পি সদস্য হাফিজুল হক চৌধুরী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহীদ ঘটনাস্থলে এসে খোঁজ খবর নেন।এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মনে কৌতুহল ও আতংক বিরাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ