আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং

ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পরিমল চন্দ্র বসুনিয়া

 

ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৩ ফেব্রুয়ারী) ঢাকার ডিআইজি রেঞ্জ অফিসে ঢাকা বিভাগের ফেব্রুয়ারী মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকা রেঞ্জের ফেব্রয়ারী মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতিসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় ঢাকার রেঞ্জের কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২ড়২০সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ঢাকা রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় সম্মাননা স্মারক হিসেবে অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও একই স্থানে থানার অফিসার ইনচার্জ ও সার্কেলের দায়িত্বে নিয়েজিত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন কে ঢাকা ডিআইজি রেঞ্জ কার্যালয় থেকে পুরুস্কার দেয় ডিআইজি হাবিবুর রহমান।

সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন বলেন,প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত হলাম।
ধন্য করলেন আমায়, আমার সকল সিনিয়র স্যার এবং আমার শুভাকাঙ্ক্ষীগন কে আমি কৃতজ্ঞ জানাচ্ছি।সকলেই আমার জন্য দোয়া করবেন।তিনি ছারাও অনন্য পুলিশ সদস্যরা তাদের কর্মের জন্য পুরস্কার পান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ