আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য আটক

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ
স্থানীয় চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য রিয়াজুল ইসলাম (৩৭) কে আটক করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিবিসি-১ এর উপ-পরিদর্শক (এসআই) কবির।

এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পল্লীবিদ্যুৎ নতুন ডেন্ডাবর হাজী সোনা মিয়া রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াজুল ইসলাম (৩৬) বাগেরহাট জেলার চিতলমারী থানার বাগপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে।
র‌্যাব-৪ সিবিসি-১ এর উপ-পরিদর্শক (এসআই) কবির জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে । এসময় নতুন ডেন্ডাবর হাজী সোনা মিয়া রোড এলাকায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রিয়াজুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার রিয়াজুল ইসলাম স্থানীয় চেয়ারম্যানের সাথে থাকতো। ওই যুবক অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না। এমনকি কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। এঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ