আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ ইং

ঘরে ঢুকে হামলা ও লুটপাটের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, কচুয়ায় ঘরে ঢুকে হামলা, লুটপাট ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময়ে আহত গৃহবধু মুক্তিরানী সাহা(৩৫)কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরকাঠি এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী চরকাঠি এলাকার দুলাল সাহার ছেলে বিশ্বজিৎ সাহা জানান, জালপাতাকে কেন্দ্র করে চরকাঠি দুর্গা মন্দিরের সামনের একটি সালিশ বৈঠক শেষে বাড়ী ফিরে আসি। হঠাৎ বিরোধী পক্ষের ১০/১২জন লোক ঘরের বাইরে থেকে গালাগালি করতে করতে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে ঘরের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময়ে স্ত্রী মুক্তিরানী সাহা বাধা দিলে তাকে মারপিট করে। জীবন বাঁচাতে আমি,আমার বাবা দুলাল সাহা(৬৫) ও ছেলে শোভন সাহা(১৭) ঘরের পাটাতনে উঠে দরজা আটকিয়ে দেই। পরে প্রতিপক্ষরা চলে গেলে পুলিশের সহায়তায় আহত মুক্তিরানীকে হাসপাতালে ভর্তি করি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ