আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

গাড়ী থেকে ফেলে হত্যার অভিযোগ

 

মেহেদী হাসান,
গাজীপুর প্রতিনিধি :

কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডের তেতুইবাড়ী সংলগ্ন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এর বাংলোর সামনে গত ১১/০৯/২০২০ ইং তারিখে এ ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায় গত ১ বছর যাবৎ মৃত হাবিবুল বাসার জয়ের (২০) সাথে নিলুফা ইয়াসমিন ঝুমুর প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন যাবৎ তাদের প্রেমের বিচ্ছেদ ঘটে এতে তাদের মাঝে কিছুদিন যাবৎ কথা কাটাকাটি হয় এরই জের ধরে নিলুফা ইয়াসমিন ঝুমুর ও সজিব হোসেন সহ ৩/৪ জন মোবাইল ফোনে ডেকে এনে বাড়ইপাড়া থেকে ঠিকানা পরিবহন এ উঠিয়ে নবীনগরের দিকে নিয়ে যাওয়ার সময় আনুমানিক সকাল ১১:৩০ মিনিটের দিকে জানালা দিয়ে উল্লেখিত জায়গায় ফেলে পালিয়ে যায় পরে পথচারীরা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা কেপিজি মেমোরিয়াল হাসপাতাল নিয়ে ভর্তি করান অবশেষে গত ১৩/০৯/২০২০ইং রাত ১ টার দিকে তিনি মারা যায় এবং মৃত ব্যক্তির ভাই মোঃ জুয়েল বাদী হয়ে সজিব হোসেন ও নিলুফা ইয়াসমিন ঝুমুর সহ অজ্ঞাত ৩/৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৬ । মৃত ব্যক্তির পরিবার এর সঠিক বিচার দাবি করেছন। এ ব্যাপারে কাশিমপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ