আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

যোগ্য প্রার্থী বেছে নেয়া ভোটারের অহংকার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে অকুতোভয় সৈনিক। যিনি সাংবাদিক বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে যান। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে’র) সংগ্রামী নেতা আকতার হোসেন । গত দুই বছর ধরে দায়িত্ব পালন করেছেন ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। এবার তিনি নির্বাচন করবেন ডিইউজে’র সাধারণ সম্পাদক পদে। ইতোমধ্যে শুক্রবার ওই পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
আকতার হোসেন সাংবাদিকতা করছেন আরটিভির বার্তা সম্পাদক হিসেবে। এর আগে কাজ করেছেন দেশের জনপ্রিয় ট্যাবলয়েট দৈনিক মানবজমিন পত্রিকায়। কাজ করছেন আজকের কাগজ পত্রিকা, ইত্তেফাকেও। তরুণ সাংবাদিকরা তাকে আপন মনে করে সুখ-দুখের নানা কথা সহজেই শেয়ার করেন। সিনিয়র বেশকিছু সাংবাদিক জানান, আক্তার খুবই পজিটিভ একজন সাংবাদিক নেতা। তাকে কখনো কোন বিষয়ে নেগেটিভ হতে দেখিনি। আজ যা অনেকের মধ্যেই নেই। কারো রক্তচক্ষুকে তোয়াক্কা করে না আকতার। তিনি সৎ, কর্মঠ ও যোগ্য সংগঠক।
তিনি কাজ করেছেন দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়। সব মিডিয়াতেই তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত প্রায় দুই বছর সাংবাদিকদের সব ধরনের আন্দোলনে দেখা গেছে তাকে অগ্রভাগে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ